সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, “প্রত্যেক স্বৈরাচারের একই চরিত্র। রাজা কংস যেমন উচ্ছেদ হয়েছিল, শেখ হাসিনাও তেমনি ক্ষমতা ধরে রাখতে মানুষ হত্যা করে শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত হয়েছেন।”
শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ভাসানী কলেজের সামনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শ্রীকৃষ্ণের জন্মকাহিনি টেনে বিএনপি নেতা বলেন, “রাজা কংস তার পিতা উগ্রসেনকে ক্ষমতাচ্যুত করে অরাজকতা সৃষ্টি করেছিল। ভবিষ্যদ্বাণী শুনে নিজের বোনের সন্তানদের একে একে হত্যা করলেও শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের হাতে তাকে প্রাণ দিতে হয়। শেখ হাসিনার পতনও কংসের মতো অনিবার্য হয়েছে।”
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, “আমরা সিরাজগঞ্জের হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে উন্নয়ন করবো ইনশাল্লাহ।”