রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয়ের মাস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিজয় র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।