রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
রায়গঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে রায়গঞ্জ বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামছুল ইসলাম খান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সুমন রানা, রফিকুল ইসলাম খাঁন, ছাত্র নেতা শাহপরান, সজিব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ, যুবলীগ ও আ. লীগের সন্ত্রাসীরা পূর্বেও আমাদের মিথ্যা মামলাসহ নানা ভাবে হয়রানি জুলুম অত্যাচার করেছে। তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কোন ঠাসা করে চলেছে। এখনও তারা বসে নেই তাদের প্রেতাত্বারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অদৃশ্য কারণে পুলিশ তাদের গ্রেফতার করছেন না।
বক্তারা আরো বলেন, আমাদের উপর তাদের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।