নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মো. লিটন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৩১ লাখ টাকা।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলার সলঙ্গা থানার নলকা ওভার ব্রিজের উত্তরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার লিটন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিক চক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলকা সেতুর উত্তরপাশে অভিযান চালিয়ে ৩১১ গ্রাম মাদকসহ লিটন নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, লিটন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।