দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক আবুল কালাম বিশ্বাসের স্মরণে আয়োজিত শোক ও দোয়া মাহফিলে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী সাংবাদিকরা। তাঁর নীতি, প্রজ্ঞা ও মানবিক গুণে গড়া জীবনের নানা স্মৃতি উঠে আসে আলোচনায়—কেউ স্মৃতিচারণে কেঁদেছেন, কেউ নীরবে চোখ মুছেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আতিক মাহমুদ আকাশ, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “সাংবাদিক আবুল কালাম বিশ্বাস ছিলেন সত্যনিষ্ঠ, প্রজ্ঞাবান ও নীতিবান এক সাংবাদিক, যিনি দীর্ঘ কর্মজীবনে রায়গঞ্জ তথা সিরাজগঞ্জের সাংবাদিক সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শুধু সাংবাদিকই নন, ছিলেন মানবতার পথপ্রদর্শকও।”
বক্তারা আরও বলেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের ভিত্তি মজবুত করতে এবং তরুণ সাংবাদিকদের অনুপ্রাণিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম।
প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের ভাই, ছেলে, আত্মীয়স্বজন ও সহকর্মী সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আবুল কালাম বিশ্বাস ছিলেন এক আদর্শবান সাংবাদিক ও শিক্ষক—যার কর্ম, সততা ও মানবিকতার আলো রায়গঞ্জের সাংবাদিক সমাজে চিরদিন জ্বলবে প্রেরণার বাতিঘর হয়ে।
উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক আবুল কালাম বিশ্বাস। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।