নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ও শারজাহ চ্যারিটেবল ইন্টারন্যাশনাল এর অর্থায়নে নাটোরের নলডাঙ্গায় প্রায় ৫০০ পুরুষ ও মহিলা রোগীকে ফ্রি চক্ষু সেবা ও ফ্রি চোখের ছানি পরিক্ষা করা হয়। ছানি অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতাল বগুড়াতে পাঠানো হবে।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে নলডাঙ্গা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থীও বাংলাদেশ শ্রমিক কল্যাণ কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ডক্টর জিয়াউল হক জিয়া এর ব্যবস্থাপনায় এই ফ্রি চক্ষু শিবির ও ফ্রি চোখের ছানি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা বলেন,চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। বক্তরা আরো বলেন,দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহবান জানান বক্তরা।
এ সময় সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী,নলডাঙ্গা থানার শিবিরের বর্তমান সভাপতি মোঃ রায়হান আলী,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ ইয়াছুনুর রহমানসহ প্রমুখ।