রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রোগ্রাম ম্যানেজার মৌসুমি চাকমার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইংরেজি ভাষার গুরুত্ব আলোচনা করেন এবং ভবিষ্যত জীবনে এর তাৎপর্য তুলে ধরেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে ছিলেন, কে.সি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কানাই লাল চৌধুরী। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ইংরেজির কি কি বিষয় জানা জরুরি, কিভাবে জানতে পারে এবং কর্মক্ষেত্রে কিভাবে এই ভাষার প্রয়োগ করত হবে এ সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিরাজগঞ্জ সিডিপির ৪০ জন ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।