চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশের প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বাঘুটিয়া ইউনিয়নের ১০৬ জন কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.সাইদুর রহমান নওশাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম ইউপি সদস্য, বাবুল সরকার, নজরুল ইসলাম নহু। এ দিন দুপুরে উপজেলার ঘোড়জান ইউনিয়নের ৯০ জন ও খাষকাউলিয়া ইউনিয়নের ১০৭ জন কার্ডধারী জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.তানভীর হাসান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়জান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। একটি মা ইলিশ লক্ষ লক্ষ ডিম দেয়। এসময় মা ইলিশ ধরলে বিলুপ্তি হয়ে যাবে। জাতীয় মাছটির যেহেতু এখন পর্যন্ত কৃত্রিমভাবে এটি চাষের আওতায় আনা এখনো সম্ভব হয়নি, তাই সংরক্ষণ ই একমাত্র উপায়। আপনারা ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তাহলে ইলিশ মাছে দেশ ভরে যাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।