দৃশ্যপট ডেস্ক:
টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর জমিদার বাড়ি পরিদর্শনে গেলেন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি দল।
রোববার (৩১ আগষ্ট) সকালে টাঙ্গাইল জেলা সদর থেকে ৫২ কিলোমিটার দূরে অবস্থিত গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে অবস্থিত জমিদার হেমচন্দ্র চৌধুরীর জমিদার বাড়ি পরিদর্শন করেন তারা।
প্রতিনিধি দলে রয়েছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম মিলন ও রেজাউল করিম খান।
প্রসঙ্গত, জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন ১৮৯০ সালে। তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। জমিদারবাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত। এসকল নিয়ম মানতে বাধ্য করা হত তাদের।
জমিদার বাড়ির ভবনের দেয়াল, পিলার, ফটকে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি তৈরি করা হয়েছে। অত্যন্ত কারুকার্য মণ্ডিত, দামি কড়ি ও অপূর্ব পাথরে মোড়ানো অগ্রভাগে দুইটি পরীর ভাস্কর্যসমৃদ্ধ বাড়িটি লতাপাতার অপরূপ নকশায় তৈরি। দিল্লী ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে ইটসুরকির তৈরি বাড়িটি দেখে মনে হয় যেন শিল্পকর্ম। ৬০ একর জায়গার উপর শত কক্ষবিশিষ্ট এ বাড়িটিকে ডাকা হয় পরীর দালান নামে এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর কলেজ করা হয়েছে।