নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সদর থানার রায়পুর এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, শুক্রবার (১ আগস্ট), দুপুর ১টার দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর এলাকার জয় গুরু কফি হাউজের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনের সময় দুই মাদক ব্যবসায়ী মো. নবাব চৌধুরী (২৫) ও মো. সেলিম রেজা (৩৫) কে আটক করা হয়। তারা দু’জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
শনিবার (২ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।