চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা: কদভানু (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ কদভানু উপজেলা খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া গ্রামের মৃত জকিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশে যমুনা নদী গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন ওই নারী নিখোঁজ হয়।
নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে টাংগাইল ফায়ার সার্ভিসকে খবর দেয় স্বজনরা। সন্ধ্যা হওয়ায় আসতে অপারগতা প্রকাশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.হাবিবুর রহমান হাবলু জানান, নদীতে গোসল করতে নেমে গতকাল দুপুরে ওই নারী নিখোঁজ হয়ছে৷ তাকে উদ্ধার করতে আজ বুধবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। ঘন্টাখানেক উদ্ধারের চেষ্টা করে না পেয়ে তারা ফিরে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছি নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেনি।