1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

সৌদি আরবের মদিনা নগরীকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View

দৃশ্যপট আন্তর্জাতিক ডেস্কঃ

ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানকে ডব্লিউএইচওর স্বীকৃতি সনদ প্রদান করেন। সৌদি বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রিন্স সালমান বলেন, এই স্বীকৃতি প্রমাণ করে, নাগরিকদের জীবনের মান উন্নয়নে সৌদি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। শুধু স্থানীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে একটি উন্নয়ন মডেলে পরিণত হচ্ছে মদিনা শহর। যা সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডব্লিউএইচওর এই স্বীকৃতি অর্জনের জন্য একটি শহরকে ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে পার্ক ও খোলা জায়গা, হাঁটার উপযোগী এলাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ইত্যাদি।

ডব্লিউএইচও মদিনা ছাড়াও সৌদি আরবের আরো ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শহরগুলো হলো তায়েফ, তাবুক, আদ-দিরিয়াহ, উনায়জা, জালাজেল, আল-মানদাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা ও শারুরাহ।

এর আগে ২০২১ সালেও বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃতি পেয়েছিল মদিনা। সেবারও স্বাস্থ্যকর শহর হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশ্বিক সব মানদণ্ড অর্জন করে শহরটি।

সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com