রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী ও এলাকাবাসী।
কর্মসূচিতে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত কৃষক এস এম সোহাগ সরকারসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, বিগত তিন বছর ধরে তারা রাইস মিলের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন নিষিদ্ধ হলেও নিয়মনীতি অমান্য করে দীর্ঘদিন ধরে চালু রাখা হয়েছে এই মিল। মিলের ধোঁয়া ও বর্জ্যে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, পাশাপাশি আশপাশের ফসলি জমি নষ্ট হচ্ছে। এর ফলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।
বক্তারা অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ, পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধন শেষে প্রায় শতাধিক নারী-পুরুষ এক বিক্ষোভ মিছিল বের করে মিলটি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে স্লোগান দেন।