এস,আলম,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) শহীদ শিহাব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ ভবিষ্যৎ প্রজন্মকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তারা রাসুল (সা:) এর আদর্শ, জীবন ব্যবস্থা ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদের জীবন গঠনে তাঁর দেখানো পথ অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এ এইচ এম জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. হাবিবুল্লাহ সিদ্দিকী, সদস্য সচিব উদযাপন কমিটি; মো. সাইদুল ইসলাম, সম্পাদক শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ সরকারি কলেজ।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্টজনেরা। মুখ্য আলোচক ছিলেন মাওলানা মো. রুহুল আমিন, প্রধান মুহাদ্দিস হাজী আহমদ আলী আলিয়া কামিল মাদ্রাসা।
শেষপর্যায়ে হামদ, নাত ও আযান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সমাপ্তি হয় সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে।