রাজশাহী প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতন্ত্রকে স্তব্ধ করার অপচেষ্টা। তারা বলেন—
“সাংবাদিকদের ওপর বারবার হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। সংবাদমাধ্যমকে নিশ্চুপ করতে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার পথ বেছে নেওয়া হচ্ছে।”
বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতের বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় দোষীরা বারবার সাহস পাচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আবু কাওসার মাখন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।