সলঙ্গা (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের উদ্যোগে আয়োজন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় ২৪ জুলাই-৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের সলঙ্গায় আয়োজিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।
মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর সলঙ্গা কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনটি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সলঙ্গা থানা শাখা। দোয়া পরিচালনা করেন সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রউফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কে. এম. আহসান হাবীব, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সলঙ্গা থানা শাখার সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক কে. এম. জাহিদুল ইসলাম (জাহিদ), সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক পল্লী চিকিৎসক ও স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হিসেবে বিবেচিত। এই দিনটি ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত গণআন্দোলনের চূড়ান্ত দিন। ছাত্র-জনতা, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সাহসী তরুণরা বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েও পিছু হটেনি। বহু তরুণ প্রাণ বিসর্জন দেয়, অনেকে আহত ও পঙ্গুত্ববরণ করেন।