দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি, ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস (৫২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে তিনি চান্দাইকোনা নিজ বাসভবন থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির গোলাম মোর্তজা বলেন,“তিনি আমাদের মধ্যে ছিলেন একজন নরম-স্বভাবের, নিবেদিতপ্রাণ সংগঠক ও শিক্ষক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।”
নিহতের বোনের জামাই খোরশেদ আলম জানান,“দুর্ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে, কেউ বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।”
স্থানীয়রা জানিয়েছেন, সড়কের ওই অংশে গত কিছুদিন ধরে সংস্কার কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগার ফলেই দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন,“ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন,“সড়ক দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”
নিহত আবুল কালাম বিশ্বাস স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রায়গঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমাজ ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
রায়গঞ্জ প্রেসক্লাবের এক শোকবার্তায় বলা হয়েছে,“আবুল কালাম বিশ্বাস ছিলেন একজন বিনয়ী, সৎ ও পেশাদার সাংবাদিক। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ষোলমাইল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।