রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে অনুদান দিলেন আল আরাফাহ গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জ্বল। প্রেসক্লাবের হল রুমে ব্যবহারের জন্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বৈদ্যুতিক পাখা প্রদান করেন তিনি।
অনুদান প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে পিন্সিপাল এন্টারপ্রাইজ শো রুমে। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. আবুল কামাল বিশ্বাস, সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী, প্রভাষক এম. আব্দুল্লাহ সরকার, সলঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আসাদুল আলম প্রমুখ।
মুহা. নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, সাংবাদিকেরা সমাজের বিবেক। কিন্তু কর্মজীবনে তাদেরকে নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের নানা কষ্ট সহ্য করতে হয়। উন্নয়নের স্বার্থে আমাদের এসব সাংবাদিক ভাইদের কথাও ভাবতে হবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে।
স্থানীয় সাংবাদিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ উন্নয়নে আরো সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।