রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ১৫ দিনব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে (২৫জুন বুধবার) রায়গঞ্জ উপজেলার নিমগাছি অনার্স কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে নিমগাছি অনার্স কলেজ ছাত্রদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলার নিমগাছী অনার্স কলেজ শাখা ছাত্রদল এর নেতৃত্বে এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিবেশবান্ধব ও ফলজ গাছ রোপণ করেন
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সামাজিক দায় নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। ছাত্রদল সবসময় দেশের স্বার্থে জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে আরও বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমিনুল বারী তালুকদার অধ্যক্ষ, নিমগাছি অনার্স কলেজ ও উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি মো. কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক নিমগাছি অনার্স কলেজ ছাত্রদল। মো.মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি নিমগাছি অনার্স কলেজ ছাত্রদল। সহ কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ।