1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে ৫৫ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার ১ ১৫ শিক্ষকের ৯ শিক্ষার্থী পাশ করেনি কেউই ৩০ বছরেও হয়নি পাকা রাস্তা, দূর্ভোগে সিরাজগঞ্জ পৌরসভার হাজারও মানুষ রায়গঞ্জে একটিও স্কুল শতভাগ পাস করেনি: ব্যতিক্রম মাদ্রাসা  রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন: ২ লাখ টাকা জরিমানা উল্লাপাড়া উপজেলার যে মাদ্রাসায় দুই বছর হলো পাশ করেনা কোন শিক্ষার্থী সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ ১ জন ব্যবসায়ী গ্রেপ্তার রায়গঞ্জে ৪  গ্রামের মানুষের গলার কাঁটা তিন কিলোমিটার কাঁচা রাস্তা চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সেনা অভিযানে লালপুরে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে একটিও স্কুল শতভাগ পাস করেনি: ব্যতিক্রম মাদ্রাসা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় চমকপ্রদ চিত্র উঠে এসেছে।

উপজেলাটির কেন্দ্রভুক্ত কোনো মাধ্যমিক বিদ্যালয় এবার শতভাগ পাসের গৌরব অর্জন করতে পারেনি, যা স্থানীয়ভাবে শিক্ষাব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ব্যতিক্রম হিসেবে উপজেলাভুক্ত পাঁচটি দাখিল মাদ্রাসা শতভাগ পাস করেছে।

রায়গঞ্জ কেন্দ্র (কেন্দ্র কোড: ৩৭৭)-এর আওতায় থাকা ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি ভোকেশনাল প্রতিষ্ঠান এবং ৩১টি দাখিল মাদ্রাসার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে:

ধানগড়া উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ১৯৭ জন, পাস করেছে ১৮৪ জন (পাসের হার ৯৩.৪০%), জিপিএ পেয়েছে ৪৯ জন—যা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ।

চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ২০৯ জন, পাস ১৮৪ জন (৮৮.৮৯%), জিপিএ পেয়েছে ৩৩ জন।

নিমগাছি উচ্চ বিদ্যালয়: পাসের হার ৮২.৪০% (১০৩ জন পাস, ১৪ জন জিপিএ)।

উপজেলার একটি মাত্র সরকারী উচ্চ বিদ্যালয় তা হলো বেগনাই সরকারি উচ্চ বিদ্যালয়: পাসের হার ৮৮.৫৭% (৩১ জন পাস, কোনো জিপিএ নেই)।

ভূঁইয়াগাতী উচ্চ বিদ্যালয়: পাসের হার ৯৫.৯৫%, যা উপজেলায় সর্বোচ্চ।

এছাড়াও আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার নিম্নরূপ:

জি.আর. বালিকা উচ্চ বিদ্যালয়: ৯৪.৬৪%

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়: ৮৯.৫২%

সলঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়: ৮৭.৪৩%

পাংগাসী লাইলা-মিজান উচ্চ বিদ্যালয়: ৮০.১৫% ,খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়: পাস করেছে মাত্র ৫ জন (পাসের হার২০%)।

একইসঙ্গে উল্লেখযোগ্য যে, দাখিল মাদ্রাসার মধ্যে ৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এদের সাফল্য এ ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবেই বিবেচিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আমির হোসেন  জানান,“রায়গঞ্জ উপজেলায় এবারের মাধ্যমিক পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮.৪১%। দাখিলে গড় পাসের হার ৯১.৭৫% এবং ভোকেশনালে ৭৫.২১%। এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২৮৮৯ জন, পাস করেছে ২২৭৭ জন।”

শিক্ষাবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী,
“উচ্চ সংখ্যক জিপিএ পাওয়ার পরেও শতভাগ পাস না হওয়া স্কুলগুলোর ব্যর্থতা তাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি যত্নের অভাবকেই নির্দেশ করে। এতে গুণগত শিক্ষার ঘাটতি স্পষ্ট হয়।”

একজন স্থানীয় শিক্ষক বলেন,“শতভাগ পাস না হওয়াটা প্রমাণ করে, কিছু শিক্ষার্থীকে আমরা পেছনে ফেলে যাচ্ছি। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

তথ্যসূত্র:
এই প্রতিবেদনটি রায়গঞ্জ কেন্দ্রভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অফিসিয়াল ফলাফলের ভিত্তিতে প্রণীত, যা প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা অফিস, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com