সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে অষ্টমী পূজায় উল্লাপাড়া পৌরসভার ঝিকিরা ভবানী মন্দিরে উপস্থিত হয়ে তিনি বলেন, আমরা ভোটের জন্য আসিনি, আমরা এসেছি সম্প্রীতির বার্তা নিয়ে। আমরা এনসিপির পক্ষ থেকে দোয়া নিতে এসেছি।
তিনি আরও বলেন, বাংলার জনতা হিন্দু মুসলিম একসাথে বসবাস করতো। সেখান থেকেই সৌহার্দ্যের সম্পর্ক ছিলো, যা বিগত সময়ে বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে। হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ফ্যাসিস্টভাবে ব্যবহার করেছে। সেই জায়গা থেকে আর কোনো রাজনৈতিক দল এনসিপি, বিএনপি বা জামায়াত যেন আপনাদের ব্যবহার না করতে পারে, সেটাই আমাদের মূল বার্তা। আপনাদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করা নাগরিক অধিকার, আর সেটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। পরে তিনি পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সাবেক আহ্বায়ক সজীব সরকার, জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং উল্লাপাড়া শাখার সাবেক ছাত্র সমন্বয়ক মাসুম আনাম।