সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে ঘটেছে এক অবাক করা ঘটনা। স্থানীয়ভাবে ‘সালেকা পাগলী’ নামে পরিচিত এক ভিক্ষুকের ঘর থেকে মিলেছে দুই বস্তা ভর্তি টাকা!
জানা গেছে, মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেকা বেগম (সালেকা পাগলী) দীর্ঘদিন ধরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে একা বসবাস করতেন। জীবিকার একমাত্র উপায় ছিল ভিক্ষাবৃত্তি। সেই ভিক্ষার টাকাই তিনি বছর বছর জমিয়ে রাখতেন নিজের ঘরে, কারও অগোচরে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ স্থানীয়দের নজরে আসে সালেকার ঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। কৌতূহলবশত বস্তাটি খুলে দেখা হলে সবাই হতবাক – ভেতরে গাদাগাদি করে রাখা টাকা! পরে আরও একটি বস্তা ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়।
বস্তাগুলোর ভেতরে এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও একশ টাকার বিভিন্ন মূল্যের অসংখ্য নোট পাওয়া গেছে। তবে ঠিক কত টাকা রয়েছে, তা এখনো গণনা শেষ হয়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, আমরা নিজের চোখে দেখেছি, টাকার বস্তা দুটো ভর্তি। সালেকা বহু বছর ধরে ভিক্ষা করে এসব টাকা জমিয়েছিলেন বলে ধারণা করছি। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে। গণনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সালেকা পাগলীর সঞ্চিত এই টাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দিয়েছে তোলপাড়। অনেকে বলছেন, এটি শুধু অর্থের গল্প নয় – একজন দরিদ্র, একাকী নারীর দীর্ঘ সংগ্রাম আর অদ্ভুত বিশ্বাসের প্রতিচ্ছবি।