বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইটসেভার্সের কো-অর্ডিনেটর তপন কুমার।
এ সময় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়েল মেডিকেল অফিসার ডা. সাইফ আলাউদ্দিন, কেয়া প্যাথলজির এমডি নরেশ ভৌমিক প্রমুখ।