নাটোর জেলা প্রতিনিধিঃ
বন ও বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে সুস্থ,সুন্দর পৃথিবী গড়ি এই স্লোগানকে সামনে রেখে,সামাজিক বন বিভাগ রাজশাহীর উদ্যোগে নাটোরের বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
বুধবার(১৫ অক্টোবর) বিকালে মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলের প্রবেশ দ্বার পাটুল,মাধনগর,সমসখলসিসহ বিভিন্ন এলাকায় সামাজিক বনবিভাগ ও বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সহায়তায় এ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরে বন ও বন্যপ্রানী সংরক্ষনে স্থানীয়দের সাথে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও সামাজিক বন বিভাগ
রাজশাহীর প্রতিনিধি মোঃ ওবায়দুল হক,সোহেল রানা। এছারাও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী,পরিবেশ কর্মী মহির মেম্বার,টিটু সরদার,এলায়েত হোসেন,সান্টু ইসলাম,জিয়াউল হক,সৈকত হোসেন,সজিব সরদার,রায়হান আহম্মেদ,রুবেল প্রামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেখানে তারা স্থানীয়দের জীববৈচিত্র্য সংরক্ষনে এগিয়ে আসতে ও যত্নবান হয়ে কাজ করার জন্য আহব্বান জানানো হয়।