সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে নতুন সেতু নির্মাণের কারণে ভাংতে হয়েছে পুরাতন সেতু। আর সেই পুরাতন সেতুর সরঞ্জামাদি নিলামে বিক্রির কথা থাকলেও বেশিরভাগ অংশই রাতের আধারে সরিয়ে নেওয়া হয়েছে তাড়াশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান ও অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল প্রথমেই তাড়াশ-কাটাগারী সড়কের তাড়াশ মহিলা কলেজের নিকট সেই সেতু এলাকায় যান। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবিষয়ে তথ্য নেন তারা, করেন অভিযোগের যাচাই-বাছাই। এরপর যান উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে বের হয়ে সহকারী পরিচালক (এডি) সাধন চন্দ্র সূত্রধর সাংবাদিকদের বলেন, অভিযোগ অনুসন্ধান করে ও কাগজপত্র যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অনুসন্ধান দলে তার সঙ্গে ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মানোয়ার হোসেন ও মো. হোসেন আলী, কোর্ট পরিদর্শক।