
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও আটককৃত ৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, যমুনা নদীর চৌহালী অংশে মঙ্গলবার (৬ মে) রাত ১১ টা হতে রাত ৩ টা পর্যন্ত ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা যন্ত্র , কারেন্ট জাল, চায়না রিং জাল, ঘন মশারী জালের বিরুদ্ধে উপজেলা মৎস বিভাগ, ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাক্সফোর্সের (নৌ-পুলিশ ও আনসার বাহিনী) অভিযানে পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ চায়না রিং জাল আটক এবং ধ্বংস করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে চৌহালী উপজেলা মৎস কর্মকর্তা তানভির মজুমদার সহ নৌ-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।