পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঢাকইল (অধিকারী পাড়া) গ্রামে বিষধর সাপের কামড়ে কমলেষ অধিকারী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছেন।
মৃত কমলেষ অধিকারী (৩৫) উপজেলার ঢাকইল (অধিকারী পাড়া) গ্রামের বিমল অধিকারীর একমাত্র ছেলে ও সে কৃষিকাজ করতেন বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাতে নিজ বাড়ীর দক্ষিণ দিকে লিচু বাগানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন কমলেষ অধিকারী (৩৫)। এমন সময় বিষধর সাপে কামড় দেয়। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী পাড়ার এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করেন। পরে আরও অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা কমলেষ অধিকারী (৩৫)কে তার বাড়ীতে দিয়ে যান। পরে বাড়ীর লোকজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।