সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় কাজিপুর উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিতে পা রেখেছে রায়গঞ্জ উপজেলা দল।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলাটি অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্য দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ১৮ মিনিটেই ফরোয়ার্ড মারুফের গোলে এগিয়ে যায় রায়গঞ্জ। ৪০ মিনিটি গোলটি পরিশোধ করেন কাজিপুরের মঈদুল ইসলাম। ১-১ গোলের সমতা নিয়ে উভয় দল দ্বিতীয়ার্ধে মাঠে নামে। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের সম্পূর্ণ মেলে ধরতে পারেনি কাজিপুর। একের পর এক আক্রমণে এগিয়ে থাকে রায়গঞ্জ। খেলার ৬০ মিনিটে ফরোয়ার্ড পায়েলের গোলে ২-১ গোলে এগিয়ে যায় রায়গঞ্জ। এরপর কাজিপুরের ফরোয়ার্ড বার বার আক্রমণের চেষ্টা করেও রায়গঞ্জের গোলকিপার আব্দুল হান্নানের কাছেই পরাস্ত হয়। খেলার ৮০ মিনিটে রায়গঞ্জের ফরোয়ার্ড মারুফের দ্বিতীয় গোল ব্যবধান আরও বাড়িয়ে দেন। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রায়গঞ্জ দল।
কাজিপুরের ফরোয়ার্ডদের একাধিক আক্রমণ প্রতিহত করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত রায়গঞ্জের গোলকিপার আব্দুল হান্নান। রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির আব্দুল হান্নানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট ও সজিব সরকার।
আগামী শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পৌরসভা ও তাড়াশ উপজেলার মধ্যে প্রথম সেমিফাইনাল ও শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে উল্লাপাড়ার মুখোমুখি হবে রায়গঞ্জ উল্লাপাড়া উপজেলা।