নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা বাজারে পহেলা বৈশাখ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী এক চড়ক পূজার আয়োজন করেছে।
সোমবার( ১৪এপ্রিল) ১৪৩২ খ্রিষ্টাব্দ পহেলা বৈশাখ বাঙালী জাতি এই দিনে নানা উৎসাহ আনন্দ উল্লাস আর নাচে গানে মেতে ওঠে। পহেলা বৈশাখ নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ভাবে বরণ করে নেয়। এই দিন বাঙালীরা পানতা ইলিশ তার সাথে শুকনো মরিচ খেয়ে থাকে। অন্য দিকে মেয়েরা লাল সাদা পাইর কাপড় পরিধান করে। ছেলেদের বেলায় হলুদ গেঞ্জি ও মাথায় হলুদ গামছা পরে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে।
এদিকে পহেলা বৈশাখ কে ঘিরে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী ব্রহ্মগাছা মেলায় এক চড়ক পূজার আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বী লোকজন। ব্রহ্মগাছা বাজার এলাকার ৫০ থেকে ৬০ জনের একটি দল সাতদিন ঢাক ডোল পিটিয়ে পূজা করার পর একটি নিদিষ্ট স্থানে শক্ত শুকনো কাঠের বড় গাছ মাটির মধ্যে স্থাপন করে। গাছটির মাথায় বাঁশের দুইটি তীর বসানো আছে তার সাথে রশি টানিয়ে একজন সাহসী পুরুষের পিঠের তিন ইঞ্চি দূরুত্ব রেখে লোহার বাকানো রড পিঠ ছিদ্র করে বিঁধে দেয়। সেই রডের সাথে রশি বেঁধে চারিদিকে ঘুরে বাতাসা মিষ্টি উপস্থিত দর্শকদের বিলিয়ে আনন্দ দেয় তন্ত্র মন্ত্র পাঠকরা সেই সাহসী পুরুষ। কালের বির্বতে হারিয়ে যাচ্ছে চড়কের মেলা। এই চড়কের মেলা দেখতে নারী পুরুষের ঢল নেমেছে।