সোহেল রানা চৌহালী প্রতিনিধি:
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন পহেলা মে। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের ১ মে দিবসটি সাড়া বিশ্বে পালন করা হয়। শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার আয়জনে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
আজ (১ লা মে) বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এনায়েতপুর আলহেরা মার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে এনায়েতপুর খাজা হাসপাতাল থেকে বেতিল বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেজির মোড় প্রেসক্লাবের সামনে আলোচনা সমাবেশে করেন।
এ সময় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার বিশেষ উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার সেলিম রেজা। উপদেষ্টা ডাক্তার মোফাজ্জল হোসেন। উপদেষ্টা শওকত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাক্তার আইয়ুব আলী। সাধারণ সম্পাদক আব্দুল কাদের। সহসম্পাদক আব্দুল হামিদ।
বক্তরা বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। দেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহণ, প্রযুক্তি-প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও অকালান্তকর পরিশ্রম। এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য,পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে।
উল্লেখ্য, ১৮৮৯ সালের ১৪ জুলাই, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তাক্ত ঘটনার স্মরণে ১ মে-কে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।