সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসানকে আদালতের ওয়ারেন্ট মুলে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে রাকিবুলকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান বিদ্যালয় থেকে ৫ কোটি ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ করায় স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তানুসারে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলী আদালতে বাদী হয়ে একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে সিরাজগঞ্জ সহকারী জজ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। মঙ্গলবার রাতে ওয়ারেন্টের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ পলাতক প্রধান শিক্ষক রাকিবুলকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, আদালতের ওয়ারেন্টের প্রেক্ষিতে স্থানীয় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।