
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা সোহরাব হোসেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরকান্দা উপজেলার তালমা বাজারে অবস্থিত মওলানা সোহরাব হোসেনের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন ও মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মোশারফ মাসুদ, দপ্তর সম্পাদক মো. লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. জাকির হোসেন, এমকিউ হোসাইন বুলবুল ও মো. শরিফুল হাসান–এর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মওলানা আবুল ফজল মুরাদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. তরিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা সোহরাব হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সেক্রেটারি বিএম মওলানা ফজলুর রহমান, তালমা ইউনিয়ন সভাপতি মো. এনায়েত হোসেন, সালথা উপজেলা জামায়াত নেতা মো. ওয়ালিউজ্জামান, মো. লিয়াকত হোসেন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মওলানা সোহরাব হোসেন নবনির্বাচিত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ জাতিকে পথ দেখায়। সাংবাদিকরা কলমের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করতে পারেন—এটাই জাতির শক্তি।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক মওলানা আবুল ফজল মুরাদ বলেন, “আমরা আশা করি নতুন কমিটি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সালথার উন্নয়ন ও সমাজকল্যাণে ভূমিকা রাখবে।”
সংবর্ধনা ও সম্মাননা প্রাপ্ত প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”