সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, দিলীপ কুমার, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠিনক সম্পাদক শামীম হোসনে হিটলার, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।