সিরাজগঞ্জ প্রতিনিধি:
অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখকে দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (২৫ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শ্রমিক দল নেতা বিশা শেখের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা বিএনপির সহ- তাঁতী বিষয়ক সম্পাদক এমডি আলমসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।