রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার ( ৯ আগস্ট) দুপুর ১২টায় সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘড়িয়া গ্রামে অবস্থিত মাহাতোদের কুড়মালি ভাষার পাঠশালায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলুপ্ত ও বিপন্নপ্রায় বৃক্ষের সংগ্রাহক মাহবুবুল ইসলাম। সভাপতিত্ব করেন কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো, মাহাতো জনজাতির প্রতিনিধি পরিমল কুমার মাহাতো, বিজয় কুমার মাহাতো প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে কুড়মালি পাঠশালার ৫০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
শেষে মাহাতোদের ঐতিহ্যবাহী ‘কারাম’ গাছের চারা রোপণ করে দিবসটি স্মরণীয় করে রাখা হয়।