চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির করেছে উপজেলা বিএনপি। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি কুরকি বেবীস্ট্যান্ড, জোতপাড়া বাজার, লেদুর মোড় ও থানার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও নিপীড়ন চালিয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।
সভায় নেতারা আরও বলেন দেশের সকল ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিলো। আগামী দিনেও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চালিয়ে যাবে।