1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভারতের কাছে পানি ছাড়া অন্য কিছু চাই না: রংপুরে মির্জা আব্বাস বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রায়গঞ্জে গুপ্তঘরে ৫ মাস বন্দী বৃদ্ধ ও নারী, ২৪ ঘণ্টায় খোলেনি রহস্যের জট যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেল শত শত বিঘা বাদাম ক্ষেত সলঙ্গায় পাওনা টাকা চাওয়ায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার সকল পদ স্থগিত, ৩ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা  ঈশ্বরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: ইউপি সদস্য আহত গ্রেফতার ১০ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রায়গঞ্জে মিনি ‘আয়নাঘর’, উঠে এলো নির্যাতনের ভয়াবহ তথ্য শ্রমিক বিহীন মে দিবস পালিত,রায়গঞ্জ উপজেলা প্রশাসনের

রায়গঞ্জে গুপ্তঘরে ৫ মাস বন্দী বৃদ্ধ ও নারী, ২৪ ঘণ্টায় খোলেনি রহস্যের জট

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫ Time View

নিজস্ব  প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামে নির্মাণাধীন ভবনের গুপ্তঘরে (আন্ডারগ্রাউন্ড) শিল্পী খাতুন (৩৮) নামে এক নারী এবং আব্দুল জুব্বার (৭৫) নামে এক বৃদ্ধের বন্দী থাকা এবং কথিত মিনি আয়নাঘর নিয়ে রহস্যের জট খোলেনি ২৪ ঘণ্টায়ও। এ ঘটনায় থানায় ওই গুপ্তঘরের মালিক গ্রাম্য ডাক্তার নাজমুল ইসলাম আরাফাতসহ বেশ কয়েকজনকে আসামি করে পৃথক মামলা দায়ের হয়েছে।

মামলার প্রধান আসামী নাজমুল ইসলাম আরাফাতকে জিজ্ঞাসাবাদের পর শনিবার (৩ মে) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আরাফাত পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত রেজাউল করিম তালুকদারের ছেলে। ভুক্তভোগী শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও আব্দুল জুব্বার একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।

এর আগে শুক্রবার (২ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের প্রত্যন্ত সোনারাম গ্রামে দিনমজুর জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন ভবনের নীচে গোপন ঘর থেকে মাটি খুঁড়ে সুরঙ্গ পথে বেড়িয়ে আসেন এক নারী ও বৃদ্ধ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় শিল্পী খাতুনের স্বামী মনছুর রহমান বাদী হয়ে একটি এবং বৃদ্ধ আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আরাফাতকে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য এখনো উৎঘাটন করা সম্ভব হয়নি। তবে সোনারাম গ্রামে ভবনের নীচে আন্ডারগ্রাউন্ড কক্ষ পাওয়া গেছে। প্রতিটি কক্ষ মাত্র ৪ ফুট উঁচু দৈর্ঘ ৯ ফুট এবং প্রস্থ ৪ ফুট।

এদিকে শনিবার দুপুরে সরেজমিনে গেলে, সোনারাম গ্রামে জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন ভবনের নীচে গুপ্তঘর দেখতে পাওয়া যায়। বিক্ষুব্ধ জনতা ইতিমধ্যে ওই গুপ্তঘরটি ভেঙে ফেলায় সেটা বেড়িয়ে এসেছে। ঘরটির প্রতিটি কক্ষ এক একটি কবরের সমান। সামনে রয়েছে করিডোর, প্রতিটি কক্ষে প্রবেশের জন্য ছোট ছোট গেইট রয়েছে। ঘরের পূর্ব কোনায় একটি মাটির সুরঙ্গ দেখতে পাওয়া যায়, যে সুরঙ্গ দিয়ে ওই নারী ও বৃদ্ধ পালিয়ে গেছে বলে দাবী করেছেন।

চান্দাইকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর জহুরুল ইসলাম বলেন, সোনারাম গ্রামের জহুরুল একজন কুলি দিনমজুর। তিনি খুবই হতদরিদ্র। তার ছেলে সুমন হোটেলে কাজ করে। কিছুদিন আগে একটি দূর্ঘটনায় জহুরুলের পা ভেঙে যায়। আমরা গ্রামবাসী চাঁদা তুলে তার চিকিৎসা করাই। হঠাৎ করে তার বাড়িতে ভবন নির্মাণের বিষয়টি নিয়ে সবার মনে সন্দেহ ছিল। আরাফাতের টাকাতেই এই ভবনটি নির্মাণ হয়েছে বলে গ্রামবাসীর ধারণা। তিনি বলেন, আন্ডারগ্রাউন্ডে যেভাবে ছোট ছোট কক্ষ নির্মাণ করা হয়েছে, তাতে ধারণা করা যায়, সেটি একটি টর্চার সেল। মানুষ ধরে এনে সেখানে নির্যাতন করা হতো।

সোনারাম গ্রাম থেকে প্রায়  আড়াই কিলোমিটার দূরে পূর্ব লক্ষীকোলা নাজমুল ইসলাম আরাফাতের গ্রামের বাড়িতে গেলে তার ইরির প্রজেক্টে আরও একটি গুপ্ত ঘরের সন্ধান পাওয়া যায়। ভয়ংকরভাবে নির্মিত এই গুপ্তঘরেও রয়েছে তিনটি কক্ষ। ভেতরের কোন শব্দ বাইরে যাতে না আসে সে জন্য দুই স্তরের দেয়াল নির্মাণ করা হয়েছে। তবে বোঝা যায় ওই কক্ষগুলো সদ্য নির্মিত।

ওই প্রজেক্টের ঘরে এমন গুপ্তঘর তৈরির বিষয়টি ঘুণাক্ষরেও জানতে পারেননি বলে গ্রামবাসীরা দাবী করেন।

স্থানীয় বেশ কয়েকজন বলেন, আরাফাত কখনো সাংবাদিকতা, কখনো সমন্বয়কের পরিচয়ে দাপিয়ে বেড়ান। তিনি গ্রাম্য ডাক্তার হলেও তার কোন সার্টিফিকেট নেই। ভাই নাঈম আহমেদ বাধন সাভারে এনাম মেডিকেলের ডাক্তার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে তৎকালীন ত্রাণ প্রতিমন্ত্রী এনামের দাপট দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন বলেও অভিযোগ রয়েছে। আরাফাতের বিরুদ্ধে মামলাবাজি, চুরি, ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অভিযোগ থাকলেও গোপন ঘরে কাউকে আটকে রেখে নির্যাতনের বিষয়টি কারও জানা ছিল না।

জুয়েল রানা নামে একজন বলেন, আরাফাত মানুষকে অপহরণ করে এনে এই গোপন ঘরে আটকে রাখে এবং এই চক্রটি কিডনি পাচারের সাথেও জড়িত থাকতে পারেন বলে দাবী করেন জুয়েল।

ভুক্তভোগী শিল্পী খাতুন বলেন, প্রায় ৬ মাস আগে তাকে তুলে নিয়ে যায় আরাফাত। এরপর হাতপা বেঁধে ঘুমের ইনজেকশন দিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে প্রায় ৪ মাস আগে ওই গোপন ঘরটিতে রাখে। সেখানে আগে থেকেই ওই বৃদ্ধকে রাখা হয়েছিল। আরাফাত তাদেরকে মেরে কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির কথাও বলেছিল। বৃদ্ধ জুব্বারের পায়ে একটি ক্ষত ছিল, সেই ক্ষত ড্রেসিং করার জন্য ভেতরে একটি কেচি রেখে যায় আরাফাত। সেই কেচি দিয়ে ৪/৫ দিন ধরে সুরঙ্গ তৈরি করে বের হন তারা।

বৃদ্ধ আব্দুল জুব্বার বলেন, তার কাছ থেকে ৮ বিঘা সম্পত্তি লিখে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে। সম্পত্তি লিখে না দেওয়ায় ব্যাপক নির্যাতন করেছে। গোপন ঘরে তাদের দিনে একবার খেতে দেওয়া হতো। গোসলের কোন ব্যবস্থা ছিল না।

পুলিশের কয়েক কর্মকর্তার সাথে কথা বললে তারা বলেন, ঘটনাটি বেশ রহস্যজনক। ওই দুই বৃদ্ধ ও নারী সেখানে ৫/৬ মাস সেখানে কিভাবে ছিলেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। ভবনটি দেখেও ৬ মাসের পুরনো মনে হয় না। আবার গুপ্তঘরটি তৈরি হয়েছে সেটিও সঠিক। কোন অপরাধের উদ্দেশ্য নিয়েই ঘরটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা পুলিশের।

জানা যায়, ৬ মাস আগে শিল্পী খাতুন নিখোঁজ হওয়ায় তার স্বামী মো. মনছুর বাদী হয়ে গ্রাম্য ডাক্তার নাজমুল ইসলাম আরাফাত ও শরীফ মেম্বরসহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এদিকে একই সময়ে বৃদ্ধ আব্দুল জুব্বার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করেন তার ছেলে। গত শুক্রবার ভোররাতে সোনারাম গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন ভবনের গুপ্তকক্ষে বন্দী থাকার পর কেচি দিয়ে মাটি খুঁড়ে সুরংঙ্গ তৈরি করে মুক্ত হন তারা।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আমরা তেমন কিছু পাই নাই। আসামী একজন ধরা পড়েছে, তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে যদি কোন কিছু পাওয়া যায়। আর আমাদের তদন্ত চলছে। তদন্তে যেটা আসে দেখা যাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com