দৃশ্যপট ডেস্ক:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকার হতে ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দলের নেতা গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এরেও ধারাবাহিকতায়
গত ১৭ মার্চ তারিখ বিকাল সাড়ে পাঁচটায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকার মোঃ আলী আশরাফ এর বাড়িতে” অবস্থান করে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকায় তার বাড়িতে পৌঁছা মাত্র কয়েকজন ডাকাত র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১ জনকে গ্রেফতার করা হয় এবং বাকী অজ্ঞাত ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়।
ধৃত ১নং আসামী মোঃ আলী আশরাফ (৩৭)‘কে ডাকাতির প্রস্তুতির বিষয়ে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে তার বাড়িতে সাক্ষীদের উপস্থিতে তল্লাশিকালে তার বাড়ির শয়ন কক্ষ হতে ২টি গ্যাস গানের ব্যবহৃত সেল, সিলিং ফ্যান ৭টি, মোটোরলা নষ্ট ওয়াকিটকি ১টি, ২টি ছোড়া,২টি হাসুয়া , ২টি র্যাদ ২টি স্কু ডাইভার , ১টি টেষ্টার, ২টি কাটিং প্লায়াস, ১টি খুর, ১টি মোটরসাইকেল চুরির মাস্টার কি,১ হর্সের মোটর, ১ টি ২ হর্স পাওয়ারের সাব মার্সেবল পাম্প, লোহাকাটা গ্রান্ডিং মেশিন ১টি,৮ পিচ এসডিএম আই ক্যাবল বক্সসহ, ৮ পোর্ট সুইচ ১ টি, ক্যাবল ৫০ গজ, ওয়েব ক্যামেরা ১টি, ০৪টি স্মার্ট ফোন , ১টি মোটরসাইকেলসহ র্যাব-১২ সিরাজগঞ্জ এর আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ১নং আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাত ৭/৮ জনসহ তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলী আশরাফ (৩৭), পিতা- মৃত আবুল হোসেন, সাং- পুর্নবাসন সায়দাবাদ, থানা ও জেলা সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে।
দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।