সোহেল রানা চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ শে ফ্রেব্রুয়ারি) সকাল ১১ আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন। বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান জোয়ার্দার, এনায়েতপুর থানা বিএনপির সদস্য আতাউর রহমান আতা, এনায়েতপুর থানার জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা,চিত্র শিল্পী মোশারফ হোসেন খান, এনায়েতপুর প্রেসক্লাবের সদস্য সোহেল রানা প্রমুখ।
এসময় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুন্ঠান সমাপ্তি করা হয়।