পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রেলওয়ে ষ্টেশন সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক নানা শ্রেণি পেশার মানুষ জমায়েত হন।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে একে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাব, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসসহ সামাজিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠন।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সকল সরকারি-আধাসরকারি, শায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলে এলাহী, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ প্রমূখ।
এাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষাথীসহ এলাকার গণ্যমান্য সুধিজন।
এসময় ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।