নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে তীব্র গরমে চাপ বেড়েছে শিশুরোগী ও বৃদ্ধারোগীর সংখ্যা। বুধবার (১ মে) দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বেশিরভাগ আক্রান্ত রোগী হলো শিশু ও বৃদ্ধা । বেশিরভাগ শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, ঠান্ডা,কাশ্বি ও বয়স্করা হিট স্ট্রোক করছেন। বছরের অন্য সময়ের তুলনায় গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক থাকায় এ সময় শরীরের মূল তাপমাত্রা স্বাভাবিক সীমায় না থাকায় শরীর অতিরিক্ত ঘামের মাধ্যমে তাপ নির্গত হওয়ায় রোগে আক্রান্ত হচ্ছেন। এতে দৈনন্দিন জীবন অস্বাভাবিক হয়ে পরেছে। ওয়ার্ড ওয়ার্ডে চলছে চিকিৎসা তবুও গরমে হায়হুতাশ করছেন রোগীসহ তার সাথে আসা স্বজনেরা। এতে চিকিৎসা দিলেও তীব্র গরমে নিরাময় হচ্ছে না ডায়েরিয়া। এদিকে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল ইসলাম বলেন, আগে যে পরিমাণ রোগী আসতো তার চেয়ে বর্তমান বৃদ্ধা এবং শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এই তাপদাহে ও তীব্র গরম সুস্থ থাকার জন্য নিয়মিত প্রচুর পানি পান করে আমরা এ সমস্যাগুলো প্রতিরোধ করতে পারি। কচি ডাবের পানি, লবণ পানির শরবত বা লাচ্চি পান করা যেতে পারে। তরমুজ, আঙুর,পেঁপে বা আমের মতো অনেক পানিযুক্ত ফল খাওয়া উচিত, যাতে শরীরের পানিশূন্যতা পূরণ হয়। তাহলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকবে না। এছাড়াও রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট পরছে। আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।