
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩ কেজি শুকনা মাদকদ্রব্য গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজরান রউফ, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মো. আসাদুজ্জামানসহ পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় হেলালের চা স্টলের সামনে পাকা রাস্তায় ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪ নম্বরের একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যদের তৎপরতায় পিকআপটি আটক করা হয়।
পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮টি পোটলায় রাখা মোট ৪৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
আটকরা হলেন—পিকআপের চালক মো. মাসুদ রানা (২৭), পিতা মো. নুর হোসেন, এবং হেলপার মো. মামুন মিয়া (২৬), পিতা মৃত নইম উদ্দিন; উভয়ের বাড়ি ভুরুঙ্গামাড়ী উপজেলা, কুড়িগ্রাম জেলা। অপর আসামি গাঁজার মালিক মো. রেজাউল করিম (৪০), পিতা সমশের আলী, বাড়ি চন্দনগাতী মৌলভীপাড়া, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ পুলিশ মাদকবিরোধী অভিযানসহ জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।