বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদরে উপজেলায় যমুনা বিধৌত মেছড়া ইউনিয়নে বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৫টি মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছড়ানো হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মেছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইব্রাহীম খলিল ভুইয়া বাদী হয়ে ওমর ফারুকসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইব্রাহীম খলিল জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টারের নিকটাত্মীয় যুবলীগ নেতা তেঘুড়ি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ওমর ফারুক অনেকদিন ধরেই এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন। কিছুদিন আগে তার অসামাজিক কর্মকান্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এই সামাজিক কর্মকান্ডের প্রতিবাদে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটর সাইকেলযোগে প্রতিবাদ মিছিল করে। মিছিলটি তেঘরি গ্রামে পৌঁছলে ওমর ফারুকের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় জীবন রক্ষার্থে মোটর সাইকেল রেখে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মনির হোসেন গুরুতর আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে তারা।
এদিকে এ ঘটনায় মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ ছড়ানো হয়েছে। ফেসবুকে বিএনপি-যুবদল নেতাকর্মীদের গণপিটুনির মানহানিকর মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ২২ ফেব্রুয়ারি ওমর ফারুকের অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটর সাইকেল মিছিল করেছে। সেখানে আমি বা আমার দলের সাধারণ সম্পাদক উপস্থিতও ছিলাম না। সেই মিছিলে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কিন্তু এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমাদের বিরুদ্ধে ভুয়া চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এই মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সিরাজগঞ্জ সদর থানা এসআই পুলিশ পরিদর্শক দানিউল হক বলেন, তেঘড়ি এলাকা থেকে ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিএনপির মিছিলে হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমার বিষয়টি তদন্ত করছি।
এ ঘটনায় জানতে তেঘুড়ি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ওমর ফারুকের ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।