1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে তালিকায় নাম থাকলেও গরু পায়নি সুফলভোগীরা দেশসেরা ইন্সট্রাক্টর কামরুজ্জামান অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  সদস্য সচিব নির্বাচিত তাড়াশে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পুড়িয়ে দিলো কৃষকের ৬ বিঘা জমির বোরো ধান শ্মশানের পিলার পুনঃনির্মাণ ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা, সন্তুষ্টি প্রকাশ সেই আলোচিত শ্মশানের পিলার পুনঃনির্মাণ ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা,সন্তুষ্টি প্রকাশ র‌্যাব-১২ অভিযানে বগুড়া থেকে মহামূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ জন গ্রেফতার  নলডাঙ্গায় অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার গাছে গাছে ঝুলছে জাতীয় ফল  মেহেরপুরে লিচু চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত 

সান্তাহারে অর্ধকোটি টাকার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

সাইফ হাসান খান সৈকত,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে অর্ধকোটি টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগ এসেছে ঠিকাদার জাহিরুল ইসলাম নিম্নমানের ইট, খোয়া ও মাটিযুক্ত বালু কার্পেটিং কাজে ব্যবহার করছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। এ ব্যাপারে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিটক হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকায়৷ 

 

জানা যায়, সান্তাহার পৌরসভার তত্বাবধানে ওয়ার্কশপ থেকে রথবাড়ি মসজিদ পর্যন্ত রাস্তার কার্পেটিং ও পুকুরের গাইড লাইন নির্মাণ কাজের টেন্ডার হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে কাজটি পান ঠিকাদার জাহিরুল ইসলাম। টেন্ডারে অনেক ঠিকাদার অংশগ্রহণ করেও পরিশেষে ২০ পার্সেন্ট ছাড় দেওয়ায় কাজটি পেয়েছেন তিনি। এরপর কাজ শুরু করেন। কাজের শুরুতে নিয়মমাফিক হলেও পরবর্তীতে নানা অনিয়ম শুরু হয়। নিম্নমানের ইট, খোয়া ও মাটিযুক্ত বালু নির্মাণ কাজে ব্যবহার করে কর্তৃপক্ষকে বৃদ্ধা আঙুল দেখিয়ে অবাধে কাজ করছেন। যেনো দেখার কেউ নাই। অথচ জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সরকার। রাস্তা, ব্রীজ, ড্রেন সহ নানা কাজে বিপুল অর্থ বরাদ্দ করে। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা অর্থের লোভে ঠিকাদার সহ প্রভাবশালীদের কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। নামকাওয়াস্তে কাজ দেখিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।

ফলে কাজের গুণগত মান নিয়ে কর্তৃপক্ষের আর কোন মাথাব্যথা থাকেনা। এতে বছর পেড়িয়ে গেলেই রাস্তার ব্যাপক ক্ষতি হতে শুরু করে। ফলে এই বরাদ্দকৃত সমুদয় অর্থ যাচ্ছে পানিতে।

 

পথচারী শেফালী বেগম জানান, এই রাস্তা দিয়ে দিনে কয়েকবার যাওয়া-আসা করতে হয়। এখানে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন চলাচল করে।

সেজন্য রাস্তাটি অত্যান্ত ব্যস্ততম। একারণে উন্নতভাবে রাস্তাটি করতে হবে কর্তৃপক্ষের। যেনো কয়েকবছর অনায়াসে ভালো থাকে। অথচ দেখলাম নিম্নমানের বিভিন্ন সামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার।

 

রথবাড়ি মহল্লার আমজাদ হোসেন ও মুক্তা খন্দকার জানান, নাম্বার বিহীন ইট, ময়লাযুক্ত খোয়া, বালির মধ্যে মাটি এসব ব্যবহার করে রাস্তাটি করা হচ্ছে। প্রতিবাদ করলেও ঠিকাদার লোকজনরা গুরুত্ব দেয়না। শ্রমিকরা বলছে এভাবে কাজটি করতে তাদের নির্দেশনা দিয়েছে ঠিকাদার। বলেন আমরা তার কাজ করি পারিশ্রমিক নেই, মন মতো না হলে পারিশ্রমিক পাবো না। তাদের কথায় অবাক হলাম৷ এ বিষয়ে উর্ধ্বতন কর্মকতার নিকট হস্তক্ষেপ কামনা করছি।

 

নাম প্রকাশ না করা শর্তে এক ঠিকাদার জানান, জাহিরুল ২০/২৫ পার্সেন্ট লেসে প্রত্যেকটি কাজ নেয়। এরপর সংশ্লিষ্ট অফিসে প্রচুর কমিশন দিয়ে তাদের হাত করে রাখেন। এরপরেও বিভিন্ন খরচ প্রদান করেন তিনি। সেজন্য দায়িত্বরত কর্তকর্তা তার কোন কাজ নামমাত্র দেখভাল করেন। বিল নিয়েও তেমন জটিলতা পোহাতে হয়না। যারফলে তার প্রত্যেকটি কাজের মান গুণগত হয়না।

 

অভিযুক্ত ঠিকাদার জাহিরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে। কাজের মান সঠিক রয়েছে। এখানে কোন অনিয়ম হবেনা।

 

সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী রায়হান আলী মন্ডল জানান, খবর পেয়ে কাজের সাইটে যাই। কাজের মান নিয়ে অভিযোগ ছিলো। সেটার সত্যতা পাওয়া যায়। এবং নিম্নমানের খোয়া, ইট ও মাটি সড়িয়ে ফেলতে ঠিকাদারকে বলা হয়েছে। বাকিটা পৌরসভার উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।

 

সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দেওয়া হয়। কাজে অনিয়ম করার কোন সুযোগ নেই। সরজমিনে পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com