সিরাজগঞ্জ জেলা প্রতিবেদক:
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুরের মেঘাই পয়েন্টে টানাা ৫ দিন ধরে বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় এই দুটি পয়েন্টে যথাক্রমে ৫ ও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে বর্ষার শেষ মৌসুমে যমুনার পানি বাড়তে থাকায় অসময়ে বন্যার আশংকা করছে যমুনাপাড়ের মানুষ। তবে এ দফায় বন্যার কোন শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (৯ আগষ্ট) জুন) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪৮ মিটার। ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৪২ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘন্টা ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৮৩ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আরও দু একদিন পানি বাড়তে পারে। তবে এ দফায় বন্যার কোন শঙ্কা নেই।