পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা আমিনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ের করা মামলায় বেড়া উপজেলার পুরান ভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আ.লীগের সহ-সভাপতি এ এম রফিকউল্লাহ (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিনগত গভীর রাতে পাবনা বেড়া উপজেলা নগরবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ আগস্ট এর পর থেকে রফিকুল্লাহ পালাতক ছিল।
সোমবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরবাড়ি ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল্লাহ পুরান বারঙ্গা রঘুনাথপুর স্কুল পাড়ার মৃত মোরশেদ আলীর ছেলে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে তাকে জেলা হাজতে প্ররণ করা হয়।