নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় আহমদ আলী নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃস্পতিবার(১লা মে) সকালে উপজেলার ভূষণগাছা গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবী আগের দিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের ভাইদের দাবী এ মৃত্যু স্বাভাবিক নয়।পুলিশ বলছে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন না আসা পযন্ত মৃত্যুর কারন বলা যাচ্ছে না। নিহত আহমদ আলী (৭০) ওই গ্রামের মৃত বদরদ্দিন খলিফার ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা গ্রামের কৃষক আহমদ আলী বুধবার রাতের খাবার খেয়ে প্রতিনিদিনের মত ঘুমিয়ে পড়ে। পরদিন বৃস্পতিবার সকালে আহমদ আলীর মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন,আগের রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে বিছানায় মারা যায়। কি কারনে তার মৃত্যু হয় তিনি বলতে পারেনি। আমার স্বামী প্রতিদিন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতো বলে দাবী করেন।
তবে নিহতের ভাই ফুলচাঁন ও এলাকাবাসী বলছে,ভাইয়ের মৃত্যু স্বাভাবিক না,পরিবারে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে নিহত আহমদ আলী গত ৪দিন আগে থানায় সাধারন ডাইরি করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে মৃত্যু হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রির্পোট না আসা পযন্ত কিছুই বলা যাবে না। এঘটনায় নিহত আহমদ আলীর মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।