শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই মহাসড়ক স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এর আগে সকাল ৭টায় ঘুড়কা বেলতলা ও ভুইয়াগাঁতী বাজারের মাঝামাঝি স্থানে একটি পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ার কারণে তীব্র যানজটের কবলে পড়ে এ মহাসড়ক।
স্থানীয়রা জানায়, ভুইয়াগাঁতী জোড়া ব্রীজের কাছে একটি ট্রাক বিকল হওয়ার কারণে দুই রাস্তার যানবাহন এক লেন দিয়ে যায়। এ কারণে এই যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল শত শত যানবাহন। যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে আড়াআড়িভাবে দাঁড়িয়ে ছিল। যার কারণে পুরো লেন বন্ধ হয়ে যায়। এক লেন দিয়ে দুই লেনের যানবাহন চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় ধীরগতিও ছিল। পাথর বোঝাই ট্রাক হওয়ায় ট্রাকটি সরাতে সময় লাগে। এখন আর যানজট নেই, গাড়ী চলাচল একদম স্বাভাবিক রয়েছে।