সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে হসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজীপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হসিবুল ওই গ্রামের রিপন মাতুব্বরের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হসিবুলের বাবা রিপন মাতুব্বর ঢাকায় কাজ করেন। বাড়িতে মা ও দুই বোনের সঙ্গে থাকতেন হসিবুল। সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে সম্প্রতি কিস্তিতে একটি অটোভ্যান কিনে দেওয়া হয় তাকে। সে নিয়মিত ভ্যান চালিয়ে বাড়িতে আয়ের চেষ্টা করছিল।
বুধবার সকালেও প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে দুপুরে বাড়ি ফেরে হসিবুল। পরে ব্যাটারির চার্জ কম থাকায় দুপুর ১২টার দিকে চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হসিবুলের মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একমাত্র ছেলে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন মা-বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”