তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপকের এক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, তাড়াশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুনজুরুল আলম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।
ইউএনও নুসরাত জাহান বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সচেতনতার মাধ্যমে দুর্যোগের প্রভাব কমানো সম্ভব। সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই আমরা দুর্যোগ প্রশমন নিশ্চিত করতে পারব। মহড়া ও আলোচনা সভার মাধ্যমে অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয় এবং সচেতনতা বৃদ্ধি করা হয়।